News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪১, ১৭ মার্চ ২০১৫
আপডেট: ১২:১৩, ১৮ জানুয়ারি ২০২০

নেত্রকোনায় শিয়ালের কামড়ে আহত ৩০

নেত্রকোনায় শিয়ালের কামড়ে আহত ৩০

নেত্রকোনা: নেত্রকোণায় শিয়ালের কামড়ে অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে পৌর শহরের ছোট বাজার, মোক্তারপাড়া, মসজিদ কোয়ার্টার ও নাগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে পাগলা শিয়াল সন্দেহ করে মসজিদ কোয়ার্টার এলাকার লোকজন একটি শিয়ালকে পিটিয়ে মেরেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে লোকজন ও শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চন্দ্রনাথ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ফাহমিদা রহমান সাথী, নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক বিউটি আক্তার লাভলী ছাড়াও মাকসুদা খন্দকার, নাজনীন আক্তার, আরিফুন্নাহার, মাসুদা আক্তার, নাজরিন, মনি কর্মকার, আজহারুল ইসলাম, শাবনুর, খোকা, টিংকু, পারভীন আক্তার, হাবিকুল, ফাহিম, অঞ্জন খান, তানজিনা আক্তার, আবুল মিয়া, সুমন, জুনাইদ, জয়, আরতী রায়, ননী গোপাল, সাব্বির ও দিদার মিয়া রয়েছেন। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নিলোৎপল তালুকদার জানান, “শিয়ালের কামড়ে আহত ২৪ জন রোগীকে হাসপাতালে জরুরি চিকিৎসা দেয়া হয়েছে।”

পৌর মেয়র প্রশান্ত কুমার রায় জানান, “এ ঘটনায় একটি পাগলা শিয়ালকে মারা হয়েছে। বাকি শিয়ালদের মারার ব্যবস্থা করা হবে।”

নিউজবাংলাদেশ.কম/এএইচকে                                                                                                

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়