জাতীয় সংলাপ চেয়ে রাষ্ট্রপতি ও হাসিনা-খালেদাকে চিঠি
চলমান সংকট নিরসনে জাতীয় সংলাপের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে ‘নাগরিক সমাজের’ পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে এ চিঠিতে স্বাক্ষর করেছেন ঐক্য প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা।
প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যার আগেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠি পৌঁছানো হয়েছে।
চিঠিতে দেশের সংকটময় পরিস্থিতির কথা উল্লেখ করে ‘জাতীয় সংলাপ’ আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে চিঠি পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস জানিয়েছেন, নাগরিক সমাজের পক্ষ থেকে এই চিঠি তারা পেয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাবেক সিইসি শামসুল হুদা সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত সতর্কভাবে এগোচ্ছি। নানা বাধা-বিপত্তি রয়েছে। শুধু আওয়ামী লীগ-বিএনপি নয়, সব রাজনৈতিক দলের সঙ্গেই আলোচনার পরিকল্পনা রয়েছে।’ চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত কিছুই এখনই বলা সম্ভব নয়। তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে এ বিষয়ে সবাইকে জানানো হবে।’
তিনি আরও জানান, আগামী দু-একদিনের মধ্যে নাগরিক প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত হবে। এই কমিটিতে সর্বোচ্চ ৫ থেকে ৭ জন থাকছেন। যদিও প্রাথমিক আলোচনায় ৫ জন রাখার কথা বলা হয়েছিল। কমিটিতে কে কে থাকছেন, তা এখন চূড়ান্ত নয়। তবে এমন সব ব্যক্তি থাকবেন, যাদের সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
প্রধান দুই রাজনৈতিক শক্তির পরস্পরবিরোধী অনড় অবস্থানের মধ্যে সংকট নিরসনে জাতীয় সংলাপের এই উদ্যোগ নিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। এরই অংশ হিসেবে গত শনিবার রাজধানীতে জাতীয় ঐক্য প্রক্রিয়ার উদ্যোগে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।
কেএএইচ/
নিউজবাংলাদেশ.কম রিপোর্ট