রাষ্ট্রীয়ভাবে শিশু অধিকার রক্ষার দাবি
ঢাকা: রাষ্ট্রীয়ভাবে শিশু অধিকার রক্ষার দাবি জানিয়েছে অপরাজেয় বাংলাদেশ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় শিশু দিবস সফল হউক-২০১৫’ শীর্ষক মানববন্ধনে সংগঠনটির নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু এ দাবি জানান।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সহিংসতার কারণে শিশুরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। অভিভাবকরা শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বাসা-বাড়ি, স্কুলসহ সব ক্ষেত্রে শিশুদের অধিকার রক্ষার জন্য রাষ্ট্রীয় ভাবে শিশু অধিকার নিশ্চিত করা হোক।
ওয়াহিদা বানু বলেন, আমাদের শিশুদের অধিকার নিশ্চিত না হলে তাদের অবহেলা, অত্যাচার, নির্যাতন চলতেই থাকবে। শিশুদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিশুদের নিয়ে কাজ করে এমন সকল সংগঠনকে নিয়ে রাজপথে আন্দোলন করে যাব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির টেকনিকেল অফিসার বিলকিস নাহার, প্রজেক্ট কো-অর্ডিনেটর ড. জাহেদুল ইসলাম যাদু, জাতীয় সঞ্চালন পরিষদের সেক্রেটারি কাজী এনায়েত হোসেন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/টিএ/এফই
নিউজবাংলাদেশ.কম