পাটগ্রামে জামায়াতের প্রশিক্ষণ ক্যাম্প, আটক ১৩
লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার রহমানপুর শিফাইর কামাত এলাকায় জামায়াত পরিচালিত জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান মিলেছে।
মঙ্গলবার দুপুরে জামায়াত নেতৃত্বাধীন ওই প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে পাটগ্রাম থানা পুলিশ ১৩ জন শিবির নেতাকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রশিক্ষণের উপকরণ জব্দ করা হয়েছে।
পাটগ্রাম থানার ডিউটি অফিসার(এসআই) আশরাফুল আলম জানান, গোপন সংবাদ পেয়ে পাটগ্রাম থানার ওসি রেজাউল করিম ও ওসি তদন্ত মাহফুজ আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার রহমতপুর এলাকার জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রশিক্ষণের বিভিন্ন উপকরণসহ বাড়িরর মালিক জামায়াত নেতা আয়নাল হক প্রধান (৩২), পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা(১৯), একই এলাকার মোশারফের ছেলে ফরহাদ হোসেন(১৭), নজরুল ইসলামের ছেলে সাফিউল হোসেন(১৭), আজিজুল ইসলামের ছেলে জিয়াউর রহমান জিবু(২৫), শমসের আলীর ছেলে রোকনুজ্জামান (২৫), একই ইউনিয়নের প্রাণকৃষ্ণ এলাকার সোলায়মান আলীর ছেলে মোহাম্মদ হাসান(২২), জগতবেড় ইউনিয়নের পশ্চিম জগৎবেড় এলাকার মাহবুবের ছেলে নুর আলম(১৬), আমিনুল হকের ছেলে আলতাফ হোসেন (২২), একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার বদিয়ার রহমানের ছেলে নুর হুদা(১৯), হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া এলাকার আবু বক্করের ছেলে আব্দুর রহিম(২০), একই উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়খাতা এলাকার আহম্মেদ হোসেন আলীর ছেলে শমসের আলী(৩৫), গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নান্দিশহর এলাকার সহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ রতন মিয়া(২২)।
অভিযানে নেতৃত্ব দেয়া পাটগ্রাম থানার ওসি তদন্ত মাহফুজ আলম সাংবাদিকদের জানান, উপজেলার রহমতপুর সীমান্ত এলাকায় স্থানীয় জামায়াতের অগ্রগামী রোকন সদস্য আয়নাল হক প্রধানের বাড়িতেই অতিগোপনে জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তোলা হয়।
সেখানে ছোট ছোট উপদলে ভাগ করে রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকার শিবির নেতাদের হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে প্রশিক্ষণ ক্যাম্প থেকে ১৩ জন আটক করা হয়। এদের মধ্যে কেন্দ্রীয় শিবিরের নেতা লালমনিরহাটের বড়খাতার শমসের আলী ও গাইবান্ধার পলাশবাড়ির মোহাম্মদ রতন মিয়া ওই ক্যাম্পে প্রশিক্ষণ শিক্ষক হিসেবে কাজ করছিলেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।
পাটগ্রাম থানার ওসি রেজাউল করিম বলেন, পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর শিফাইরকামাত এলাকায় জঙ্গিপ্রশিক্ষণ ক্যাম্প থেকে ১৩ শিবির নেতাকে আটক করা হয়েছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। গণমাধ্যমকে পরে বিস্তারিত জানানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম