News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৫, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ২৩:২৫, ১৭ জানুয়ারি ২০২০

আগুন দেয়ার সময় শিবির কর্মীকে গণধোলাই

আগুন দেয়ার সময় শিবির কর্মীকে গণধোলাই

রাজশাহী: রাজশাহীতে গাড়িতে আগুন দেওয়ার সময় এক শিবির কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ওই শিবির কর্মীর নাম আল আমিন (২৫)। সে মতিহার থানার ইমাদপুর এলাকার তমিজ উদ্দিনের ছেলে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মতিহার থানার কাপাসিয়া এলাকায় গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে আল আমিন। ওই সময় স্থানীয় জনতা তাকে ধরে গণধোলাই দেন।

মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই হারুন অর রশীদ জানান, “আল আমিন শিবিরের দুর্ধর্ষ ক্যাডার। তার নামে বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। এসব মামলায় পালাতক থেকে সে নগরীতে নাশকতা সংগঠিত করছিল।”

পুলিশ তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়