News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৬, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ২৩:২৬, ১৭ জানুয়ারি ২০২০

সরকার প্রমাণ করুক সালাউদ্দিনকে নিয়ে নাটক করছি

সরকার প্রমাণ করুক সালাউদ্দিনকে নিয়ে নাটক করছি

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদকে নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

সোমবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের প্রতি এ চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, সরকার বলছে, সালাউদ্দিনকে নিয়ে আপনারা নাটক করছেন, এ প্রসঙ্গে আপনার বক্তব্য কী? তিনি বলেন, “সরকার সালাহউদ্দিন আহমেদকে আদালতে হাজির করে প্রমাণ করুক আমরা তাকে নিয়ে নাটক করছি।”

হাসিনা আহমেদ বলেন, “আইনশৃংখলা বাহিনী আদালতে সালাহউদ্দিনকে খুঁজে না পাওয়ার ব্যাপারে যে প্রতিবেদন দিয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।”

তিনি বলেন, “সালাহউদ্দিনকে যে বাসা থেকে তুলে নেয়া হয়েছে, সে বাসার দারোয়ানের বক্তব্য মিডিয়ায় প্রচারিত প্রকাশিত হয়েছে। দারোয়ানের বক্তব্য থেকেই তো প্রমাণিত হয়, সালাহউদ্দিনকে তারাই তুলে নিয়ে গেছে।”

তিনি সালাহউদ্দিনকে অক্ষত অবস্থায় ফেরত দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহবান জানান।

এদিকে ‘সালাহউদ্দিনকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ কেন দেয়া হবে না’ জানতে চেয়ে হাইকোর্টের জারি করা রুলের শুনানি আগামী ৮ এপ্রিল পর্যিন্ত মুলতবি করেছেন আদালত।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকি ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইেোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে সালাহউদ্দিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়