News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৪, ১৬ মার্চ ২০১৫
আপডেট: ২৩:২৬, ১৭ জানুয়ারি ২০২০

খুলনায় দুম্বার মাংস ছিনতাই

খুলনায় দুম্বার মাংস ছিনতাই

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় সৌদি সরকারের দেয়া দুম্বার মাংস ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে এই মাংস বিতরণ করার সময় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ত্রাণ সহায়তা হিসেবে সৌদি সরকার বাংলাদেশে প্রতিবছরের মতো এবারও হাজীদের কোরবানী দেয়া দুম্বার মাংশ পাঠিয়েছিল।

এলাকার জোবায়েদ আলী মিলনায়তনের সামনে অসহায় দুস্থ অনেক নারী পুরুষ ত্রাণের দুম্বার মাংশ আসার খবর পেয়ে সকাল থেকেই অপেক্ষা করে ছিল। কিন্তু পরে দুম্বার মাংশ না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। সেখানে অপেক্ষারত জাকিয়া বেগম নিউজবাংলাদেশকে বলেন, দুম্বার গোস্ত আমরা গরীবরা পালাম না । ছিনতাই করি নিয়া গেল বড়লোক আর হোমরা চোমরারা।

অপেক্ষারত সালেহা বেগম, আলেয়া খাতুন, রোকেয়া বিবিদের প্রতিক্রিয়াও একই রকম।

জানা যায়, দুম্বা নিয়ে যাওয়ার সময় মাগুরাঘোনা ইউনিয়নের মেম্বার মো. আব্দুল লতিফ মোড়লের কাছ থেকে ৫টি দুম্বাই ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গুটুদিয়া ইউনিয়নের মেম্বার আবুল কাশেম ফকিরের কাছ থেকে দুম্বার কার্টুন ছিনিয়ে নেয়ার সময়ে তিনি আহত হন।

এ বিষয়ে মেম্বার আব্দুল লতিফ মোড়ল বলেন, আমি দুম্বার কার্টুন নিয়ে জোবায়েদ আলী মিলনায়তন থেকে বের হওয়ার পর ডুমুরিয়ার আসফার হোসেন জোয়ার্দ্দার একটি, মেছাঘোনার শেখ মফিজুল ইসলাম একটি, সাহসের তোফাজ্জেল ও হালিম দুজনে মিলে একটি দুম্বা ছিনতাই করে নিয়ে যায়। অন্য দু’টি জোবায়েদ আলী মিলনায়তন চত্বরে রাখা হলে অজ্ঞাত ব্যক্তিরা লুটপাট করে নিয়ে গেছে।

উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের মাধ্যমে ডুমুরিয়ায় দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণের জন্য ৮২টি দুম্বা পাওয়া গেছে। জেলার ৯ উপজেলায় ৭৫০ কার্টুন দুম্বার মাংশ বিতরণ করার জন্য ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ উপজেলা পর্যায়ে নির্বাহী অফিসারদের কাছে সেগুলো হস্তান্তর করেন।

এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সামছু দ্দৌজা বলেন, ইসলামী ব্যাংকের মাধ্যমে দুম্বা পেয়েছি। পুলিশি নিরাপত্তার মাধ্যমে ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নের স্ব-স্ব প্রতিনিধির কাছে দুম্বার কার্টুন বিতরণ করা হয়েছে। বাইরে নিয়ে যাওয়ার পর একটি চক্র দুম্বার মাংশ ছিনতাই করেছে। যারা ছিনতাই করেছে তারা সকলেই অবস্থাপন্ন ব্যক্তি। ঘটনাটি দুঃখজনক।

নিউজবাংলাদেশ.কম/এসএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়