বিনামূল্যের সরকারি বই কেজি দরে বিক্রি!
খুলনা: জেলার ডুমুরিয়া উপজেলার পূর্ব ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিনামূল্যের সরকারি বই ও পরীক্ষার উত্তরপত্র বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির ২ সদস্য গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিক্রি হওয়া বই ও উত্তরপত্রগুলো ডুমুরিয়া থানা পুলিশ জব্দ করেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ১৮৮ নং পূর্ব ডুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওলিয়ার রহমান গাজী গত শনিবার দুপুরে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়াই ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণির বিভিন্ন বিষয়ের ৪২ কপি সরকারী বিনামূল্যের পাঠ্যপুস্তক কেজিদরে বিক্রি করে দিয়েছেন। এছাড়া তিনি গত ২০১৩ ও ২০১৪ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমপনী পরীক্ষার চূড়ান্ত মডেল টেষ্ট পরীক্ষার শতাধিক কপি উত্তরপত্র খুলনা নগরীর বাগমারা এলাকার পুরাতন বই ও খাতাপত্র ক্রেতা মো. টুটুল শেখের কাছে বিক্রি করে দেন।
গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানা পুলিশ বই ও খাতা ক্রেতা টুটুল শেখের কাছ থেকে জব্দ করে স্কুল ম্যানেজিং কমিটি কর্তৃপক্ষকে অবহিত করেন। এ ঘটনায় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নায়েব আলী সরদার ও হুমায়ুন কবির শেখ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ওলিয়ার রহমান পুরাতন খাতা বিক্রির কথা নিউজবাংলাদেশের কাছে স্বীকার করলেও বই বিক্রির কথা অস্বীকার করেছেন। তাঁর পাল্টা অভিযোগ- ‘শত্রুতামূলকভাবে একটি মহল আমাকে হয়রানির জন্য এ অপপ্রচার চালাচ্ছে।’
বই ও খাতাপত্র জব্দের বিষয়ে ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক লিটন মল্লিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একজন পুরনো কাগজ ও বই ক্রেতার কাছ থেকে জব্দকৃত বই ও খাতাপত্র থানায় হেফাজতে রয়েছে। বিষয়টি স্কুল কমিটির সদস্যদের জানানো হলেও তারা এখনও কোন মামলা করেননি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুদ্দৌজা নিউজবাংলাদেশকে বলেন, অভিযোগের বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে। তাছাড়া বিষয়টি আমি নিজেও তদন্ত করে দেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
নিউজবাংলাদেশ.কম/এসএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম