News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৩, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ২৩:২৭, ১৭ জানুয়ারি ২০২০

ডিসিসি নির্বাচনকে ঘিরে সক্রিয় অস্ত্রধারীরা

ডিসিসি নির্বাচনকে ঘিরে সক্রিয় অস্ত্রধারীরা

ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার পর দ্বিখণ্ডিত ঢাকা সিটি করর্পোরেশন প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও নির্বাচনকে ঘিরে রাজধানীতে সক্রিয় হতে শুরু করেছে পেশাদার অস্ত্রধারীরা।

নির্বাচনে নিজ প্রার্থীর প্রচারণা থেকে শুরু করে হুমকি-ধামকি দেয়া এমনকি প্রাণনাশের কাজে দেশী-বিদেশি এসব অস্ত্র ব্যবহার হতে পারে বলে সন্দেহ করছেন পুলিশ প্রশাসন।

ঠিক এমনই একটি পেশাদার অস্ত্রধারী চক্রকে শনিবার রাতে রাজধানীর কাফরুল এলাকা থেকে আটক করে পুলিশ। আটকৃত পেশাদার সন্ত্রাসী বাবু ওরফে কালা বাবুর কাছ থেকে উদ্ধার করা হয় একটি অত্যাধুনিক ৭.৬৫ (বিদেশী) পিস্তল ও বেশ কয়েক রাউন্ড গুলি। তার ৩ সহযোগীর কাছ থেকে উদ্ধার ১০টি ককটেল এবং ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আটককৃতরা সবাই পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী।
 
কাফরুল থানার ওসি আব্দুল কাইয়ুম নিউজবাংলাদেশকে বলেন, “আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে তারা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের হুমকি দিয়ে আসছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার সহকারি কমিশনার ইফতেখারুজ্জামান নিউজবাংলাদেশকে বলেন, “ডিসিসি নির্বাচন সামনে রেখে কিছু পেশাদার অস্ত্রধারী চক্র বরাবরের মত এবারও রাজধানীতে সক্রিয় হয়েছে।

তবে দুঃশ্চিন্তার কিছু নেই দাবি করে তিনি আরো বলেন, “আমাদের বেশ কয়েকটি টিম এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। যার ধারাবাহিকতায় গতরাতে কাফরুলে একটি অস্ত্রধারী চক্র ধরা পরেছে। খুব দ্রুতই অস্ত্রধারী অন্য চক্রগুলোকেও ধরা সম্ভব হবে।”

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়