তদন্ত প্রতিবেদন
সুন্দরবনে তেলবাহী নৌযান দুর্ঘটনা
ঢাকা: সুন্দরবনের কাছে শ্যালা নদীতে বহুল আলোচিত তেলবাহী নৌযান ও. টি. সাউদার্ণ স্টার-৭ দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। একই সাথে দাখিল করা হয়েছে পদ্মায় যাত্রীবাহী নৌযান এম.ভি মোস্তফা দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন ।
রোববার বিকালে তদন্ত কমিটির আহবায়ক নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (টাস্কফোর্স) নূর-উর-রহমান, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও নৌ সচিব শফিক আলম মেহেদীর নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তদন্ত প্রতিবেদনে ও .টি. সাউদার্ণ-৭ দুর্ঘটনায় ২৩টি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আইনগত সুপারিশ দু’টি, নৌ নিরাপত্তা সংক্রান্ত সুপারিশ তিনটি, প্রশাসনিক ব্যবস্থা সংক্রান্ত সুপারিশ ১১টি, সার্ভে সংক্রান্ত সুপারিশ ছয়টি এবং অন্যান্য সুপারিশ একটি। এম.ভি মোস্তফা দুর্ঘটনায় ২৪টি সুপারিশ করেছে তদন্ত কমিটি। এর মধ্যে আইনগত সুপারিশ একটি, নৌ নিরাপত্তা সংক্রান্ত সুপারিশ ছয়টি, প্রশাসনিক ব্যবস্থা সংক্রান্ত সুপারিশ নয়টি, সার্ভে সংক্রান্ত সুপারিশ পাঁচটি এবং অন্যান্য সুপারিশ তিনটি।
নৌ পরিবহন মন্ত্রণালয় কমিটির সুপারিশগুলো যাচাই-বাছাই করে দেখার পর রিপোর্টের সুপারিশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও মিডিয়ায় প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।
উল্লেখ্য, গত বছর ৯ ডিসেম্বর বাগেরহাট জেলার স্মরণখোলা ও চাঁদপাই রেঞ্জের মাঝামাঝি মৃগমারি থানাধীন শ্যালা নদীতে নোঙ্গরকৃত অবস্থায় ও .টি. সাউদার্ণ স্টার-৭ নামক তেলবাহী নৌযানের সাথে এম.টি. টোটাল নামক অপর একটি নৌযানের সংঘর্ষে ও .টি. সাউদার্ণ স্টার-৭ নিমজ্জিত হয়। এ বছর ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলার পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী নৌযান এম.ভি মোস্তফার সাথে সার বোঝাই অপর একটি মালবাহী নৌযান এম. নার্গিস-১ এর সংঘর্ষে এম.ভি মোস্তফা নিমজ্জিত হয়।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম