News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১২, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ১০:২১, ১৮ জানুয়ারি ২০২০

কারখানা শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু

কারখানা শ্রমিকদের জন্য হেল্পলাইন চালু

ঢাকা: বিভিন্ন কলকারখানায় কর্মরত শ্রমিকদের সব ধরনের সমস্যা তাৎক্ষণিক জানাতে হেল্পলাইন (০৮০০৪৪৫৫০০০) চালু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। পাশাপাশি ২৫ হাজার ওয়েবসাইট সমৃদ্ধ একটি সাইটেরও(তথ্যবাতায়ন) উদ্বোধন করা হয়েছে।

রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ওয়েবসাইট ও হেল্প লাইনের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। এসময়ে শ্রম সচিব মিকাইল শিপার, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে, আইএলওর সহায়তায় হেল্প লাইনটি আগামী ৬ মাসের জন্য পাইলট প্রজেক্ট হিসেবে আশুলিয়া এলাকার শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে সহায়তা দেওয়া হবে। প্রাথমিকভাবে সকাল নটা থেকে রাত ১০ টা পর্যন্ত যেকোনো শ্রমিক সাহায্য নিতে পারবেন বিনা পয়সায়। অভিযোগ জানানোর সাতদিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকার পরিদর্শক বিষয়টি তদন্ত করে দেখবেন। ১৫ দিন পরে অভিযোগকারী হেল্পলাইনে ফোন করে তার সমস্যার আপডেট খবর জানতে পারবেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, আশুলিয়ায় হেল্পলাইনের পাইলটিংয়ের কাজ শেষ হলে এটি সারা দেশে সম্প্রসারণ করা হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানান।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়