News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫২, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ১২:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২০

বিএসএফের হাতে ৫ বাংলাদেশি আটক

বিএসএফের হাতে ৫ বাংলাদেশি আটক

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত পথে কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

রোববার সন্ধ্যা সাতটার দিকে কুচবিহার ফাঁলাকাটা-২১ বিএসএফ ব্যাটালিয়নের সিতাই বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের দইখাওয়া কোম্পানি কমান্ডার সুবেদার শামসুল আলম জানান, হাতীবান্ধা উপজেলার নওদাবাস গ্রামের আব্দুল জলিলের ছেলে আলামিন শেখ(২৪), একই গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে পলাশ চন্দ্র(১৭), কালীগঞ্জ উপজেলার লতাবর এলাকার ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে সুমন রায়(১৪), একই এলাকার স্বর্গীয় প্রেমানন্দ রায়ের ছেলে অনিল কুমার(৩৫) এবং ওই উপজেলার গঙ্গাগাছ এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে সন্তোষ কুমার রায়(২২)।

বিজিবি ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের কাছ দিয়ে স্থানীয় ৫ বাংলাদেশি পাসপোর্ট ছাড়াই কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন। সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ করে প্রায় ২ কিলোমিটার ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফ বাংলাদেশিদেরকে আটক করে কুচবিহার জেলার সিতাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে বিএসএফ বিজিবির কাছে স্বীকার করেছে।   

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়