News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৭, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ১০:২২, ১৮ জানুয়ারি ২০২০

শিগগিরই ৭ খুন ও ত্বকী হত্যার চার্জশিট: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

শিগগিরই ৭ খুন ও ত্বকী হত্যার চার্জশিট: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান জানিয়েছেন শিগগিরই চাঞ্চল্যকর সাত খুন (সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনের হত্যাকাণ্ড) ও মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার অভিযোগপত্র (চার্জশিট) দেয়া হবে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জে কোস্টগার্ডের জন্য দুটি টহল বোট হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান। সোনাকান্দায় নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কোস্টগার্ডের জন্য এ পেট্রোল বোট নির্মাণ করে।

সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আসার প্রক্রিয়া চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “এ হত্যা মামলা নিয়ে সরকার সচেতন রয়েছে। এ খুনের ঘটনা শুধু নারায়ণগঞ্জ না সারা বাংলাদেশকে কাঁদিয়েছে।”

ত্বকী হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, “আমি মনে করছি, র‌্যাব শিগগিরই তদন্ত রিপোর্ট দেবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত, তাদের মুখোশ উন্মোচিত হবে এবং অপরাধীদের চিহ্নিত করে জনগণের সামনে উপস্থাপিত করতে পারব।”

অনুষ্ঠানে মন্ত্রী কোস্টগার্ডের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে সমুদ্র ও নদীপথে টহল বাড়ানো এবং মাদক, দস্যুতার বিরুদ্ধে আরো কঠোর হওয়ার তাগিদ দেন।

বোট হস্তান্তর অনুষ্ঠানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন, সহকারী নৌ প্রদান কমডোর সৈয়দ আবু মানসুর আরশাদুল আবেদীন, নারায়ণগঞ্জ ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কাসের পরিচালক কমডোর এম খুরশীদ মালিক প্রমুখ।

নিউজবাংলাদেশ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়