সালাহ উদ্দিনের আবেদন শুনানির জন্য কার্যতালিকায়
ঢাকা: বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করে আদালতে হাজির করতে হাইকোর্টের দেয়া রুলের শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় রাখা হয়েছে। রোববার বেলা আড়াইটায় এ রুলের শুনানি অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় আবেদনটি রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টার মধ্যে সালাউদ্দিন আহমেদকে আদালতে হাজির করার জন্য নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি ফোজদারি আবেদন করেন সালাউদ্দিনের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ।
ঐ দিনই শুনানী শেষে সালাহ উদ্দিন আহমেদকে রোববারের মধ্যে খুঁজে বের করে আদালতে হাজির করতে কেন নির্দশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
স্বরাষ্ট্রসচিব,পুলিশের মহা পরিদর্শক, র্যাবের মহাপরিচালক, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এসবি),পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক(সিআইডি), ঢাকা জেলা প্রসাশক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার সালাহ উদ্দিনের পরিবার ও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় যে সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের একটি দল আটক করে নিয়ে গেছে।
মঙ্গলবার রাত ১০টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে তারা জানান।
তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, তারা এ বিষয়ে কিছুই জানে না। পুলিশ জানায় সালাহ উদ্দিন আহমেদকে ‘খুঁজে পাওয়া’ যায়নি। পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি প্রতিবেদন জমা দেয়া হয়। তবে প্রতিবেদনে বলা হয়েছে, সালাহ উদ্দিনের খোঁজে পুলিশের অনুসন্ধান কাজ অব্যাহত রয়েছে।
এদিকে নিখোঁজের চারদিন পার সালাহ উদ্দিন আহমেদের কোনো সন্ধান না মেলায় শঙ্কিত হয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম