News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২২, ২৩ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ১৮:১১, ১৭ জানুয়ারি ২০২০

পাটুরিয়ায় লঞ্চডুবি: ৭০ জনের লাশ উদ্ধার

পাটুরিয়ায় লঞ্চডুবি: ৭০ জনের লাশ উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মায় দেড়শ` যাত্রী নিয়ে এমভি মোস্তফা নামে একটি যাত্রীবাহী লঞ্চডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে পৌঁছেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলবে।

পুলিশ কন্ট্রোল রুম থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত মোট ৭০ জনের লাশ উদ্ধারের কথা উল্লেখ করে জানানো হয়, এর মধ্যে ২৭টি পুরুষ, ২৪টি নারী ও ১৯টি শিশুর লাশ। স্বজনদের কাছে ৬৮টি লাশ হস্তান্তর করা হয়েছে।

ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম আজ ভোর সাড়ে চারটার দিকে উদ্ধার করে তীরে নিয়ে আসে।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাওয়ার পথে মাঝ নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় এমভি মোস্তফা লঞ্চটি ডুবে যায়।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাটের পোর্ট অফিসার এনামুল হক ভূইয়া বলেন, `দেড়শ` যাত্রী নিয়ে রোববার সকাল সাড়ে ১১টায় দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে যাত্রা করে। বেলা সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ঘাটের কাছে বাঘা বাড়ির দক্ষিণে তেলবাহী কার্গো জাহাজ নার্গিসের ধাক্কায় লঞ্চটি কাত হয়ে ডুবে যায়।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়