News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ২১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৫:০০, ২১ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপাকে জনজীবন

সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপাকে জনজীবন

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় সাতক্ষীরায় গভীর রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। 

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে এ বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজ ও জীবিকার প্রয়োজনে বাইরে বের হওয়া নিম্ন আয়ের মানুষ।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনা কমে গেছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী গণমাধ্যমকে বলেন, আজ (শনিবার)  সাতক্ষীরায় এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়