পঞ্চগড়ে কমেছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি
ছবি: সংগৃহীত
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের শীতের তীব্রতা কিছুটা কমেছে। এ জেলায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা বর্তমানে ১০ ঘরে অবস্থান করছে। আজ (শনিবার) সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ ছিল। বিশেষ করে হিমালয় নিকটবর্তী এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এসময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে।
এদিকে, শীতের কারণে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি