News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৭, ২০ ডিসেম্বর ২০২৪

বেপরোয়া গতির গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, গ্রেফতার ৩

বেপরোয়া গতির গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যু, গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে কাঞ্চন-কুড়িল বিশ্বরোডের ৩০০ফিট এলাকায় বেপরোয়া গতির প্রাইভেটকার চাপায় বুয়েটছাত্র মোহতাসিন মাসুদ নিহতের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

তারা হলেন- প্রাইভেটকার চালক মুবিন আল মামুন (২০)। তিনি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। প্রাইভেটকারটির নিবন্ধনও সাবেক ওই সেনা কর্মকর্তার নামে। 

গ্রেফতার অন্য দুজন হলেন মিরাজুল করিম (২২) ও উত্তরা ১৩ নম্বর সেক্টরের আসিফ চৌধুরী। এরা তিনজনই ছাত্র।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার (২০ ডিসেম্বর) জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনার পর বৃহস্পতিবার রাতে তিন জনকে গ্রেফতার এবং কারটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা এ লেভেলের শিক্ষার্থী মুবিন আল মামুন, তার বন্ধু মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রাইভেটকার তল্লাশি করে একটি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

নিহত মোহতাসিন মাসুদ ফরিদপুরের আলফাডাঙ্গা থানাধীন কুচিয়া এলাকার মাসুদ মিয়ার ছেলে। 

নিহতের স্বজনদের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বুয়েটের সিএসই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ তার দুই সহপাঠীকে নিয়ে পূর্বাচল নীলা মার্কেট এলাকায় ঘুরতে আসেন। রাত ৩টার দিকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের ১ নম্বর সেক্টর বালু ব্রিজের সামনে চেকপোস্টে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের গতিরোধ করে। সে সময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার চেকপোস্টের ব্যারিকেড ভেঙে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান শিক্ষার্থী মুনতাসির মাসুদ। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা শিক্ষার্থী অমিত সাহা এবং মেহেদি হাসান খান। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত অপর দুই বুয়েটের ছাত্র মেহেদী হাসান (২২) বেসরকারি স্কয়ার হাসপাতালে এবং অমিত সাহা (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা বুয়েটের আহসানউল্লাহ হলের শিক্ষার্থী।

এদিকে, মৃত্যুর খবর বুয়েট ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে কয়েশ শিক্ষার্থী গ্রেফতারকৃতদের শাস্তির দাবিতে রূপগঞ্জ থানায় অবস্থান নেন। এ ঘটনায় নিহতের বাবা মাসুদ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মাসুদের সহপাঠী ফাইয়াজ জানান, মাসুদের বাসা কলাবাগান। রাতে তিনজন মোটরসাইকেল নিয়ে ৩০০ফিট এলাকায় ঘুরতে যায়। সেখানে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত অমিতকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে এবং মেহেদীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়