News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৯, ১৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১০:৫১, ১৮ ডিসেম্বর ২০২৪

পঞ্চগড়ে তিন ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমে ৮. ৮ ডিগ্রি

পঞ্চগড়ে তিন ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমে ৮. ৮ ডিগ্রি

ছবি: সংগৃহীত

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা ৬ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ জেলায় মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  

বুধবার (১৮ ডিসেম্বর) ৯টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সারা দেশের মতো পঞ্চগড়ের রাতের তাপমাত্রা অনেকটাই কমে আসছে। গত ছয়দিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সকাল ৬টায় ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা থাকলেও তা কমে ৮ দশমিক ৮ ডিগ্রিতে নেমে এসেছে।  

জিতেন্দ্রনাথ রায় আরও বলেন, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭ থেকে ৮ কিলোমিটার থাকছে। অপরদিকে বাতাসের আর্দ্রতা ৭৭ শতাংশ ছিল। একই সঙ্গে দিনের তাপমাত্রা বেড়ে ২৭ ডিগ্রিতে গিয়ে দাঁড়াচ্ছে।  

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়