News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৭, ১৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:৩৬, ১৮ ডিসেম্বর ২০২৪

টঙ্গীতে ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩

টঙ্গীতে ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর অদূরে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে দুইজন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার। অন্যদিকে, তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী সৈয়দ ওসিফুল ইসলাম তাদের আরও এক সাথী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

নিহত ব্যাক্তিরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকাল বেলাল (৬০)। অপরজন হলেন বগুড়ার মোহাম্মদ তাজুল ইসলাম (৬৫)। 

ওসি হাবিব ইস্কান্দার বলেন, 'রাতে ইজতেমা মাঠে মারামারির ঘটনায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। একজন লোকাল হাসপাতালে, আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়