News Bangladesh

রাঙামাটি সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৫, ১৭ ডিসেম্বর ২০২৪

১৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয় রাঙামাটি

১৭ ডিসেম্বর হানাদার মুক্ত হয় রাঙামাটি

ছবি: নিউজবাংলাদেশ

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয় অর্জন হলেও রাঙামাটি  হানাদার মুক্ত হয়েছিল ১৭ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন উন্নয়ন বোর্ড মাঠে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ ও লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলন করেন।

১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে মে মাসে পাকিস্তানি বাহিনীর সৈন্যরা রাঙামাটি, খাগড়াছড়ির রামগড় ও বান্দরবান দখল করে।

এরপর মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের আওতায় সর্বপ্রথম ৫ মে ২৫ সদস্যের পার্বত্য চট্টগ্রামের মুক্তিযোদ্ধা দল গঠন করা হয়। পরে এ দলে হেমদা রঞ্জন ত্রিপুরাকে কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়। এরপর শুরু হয় পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধ।

জানা যায়, ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দিনে পাকিস্তানি হানাদার বাহিনী সরে গেলেও তাদের মিত্র বাহিনী হিসেবে লুসাই ও মিজো সৈন্যরা রাঙামাটিতে অবস্থান নেয়। 

পাকিস্তানি বাহিনীর সহযোগী মিজো বাহিনীর কিছু সৈন্য থেকে যাওয়ায় রাঙামাটি মুক্ত হতে একদিন বেশি সময় নেয়। মুক্তিযোদ্ধারা মিজোদের হটিয়ে ১৭ ডিসেম্বর রাঙামাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়