News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৯, ১৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৫:৩৬, ১৫ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৩

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৩

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার গাংরা-পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. খায়রুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনর বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের গাংরা এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। এ সময় রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন।

পুলিশ সুপার মো. খায়রুল আলম আরও জানান, নিহত তিনজনই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া দুর্ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যে দুর্ঘটনাস্থলে কাজ করছে হাইওয়ে পুলিশ। তিন যাত্রীর মরদেহ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়