News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৪, ১৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৫:৩৪, ১৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে ব্যবসায়ী নিহত

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে ব্যবসায়ী নিহত

ফাইল ফটো

কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে আব্দুল হক( ৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেঘানা-সোনাইছড়ি সড়কের চিকনছড়া স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক একই ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মো. হোসেন প্রকাশ মাদুর ছেলে। এ ছাড়া আব্দুল হক ঢালার মুখ নয়া পাড়া সমাজ কমিটির সভাপতি।

নিহতের ছেলে রিফাত হোসেন জানান, সোনাইছড়ি থেকে ধান আনার উদ্দেশ্যে ভোরে বাড়ি থেকে বের হন তার বাবা আব্দুল হক। পথিমধ্যে হাতির আক্রমণের শিকার হন তিনি। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। কয়েকদিন ধরে ওই এলাকার মানুষ বন্য হাতির আতংকে আছেন। লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে। 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়