News Bangladesh

নিউজ ডেস্ক  || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৮, ১২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় নিহত ৪ 

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় নিহত ৪ 

ছবি: সংগৃহীত

গাজীপুরে ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে চারজন নিহত হয়েছেন। 

বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসন থানার ডিউটি অফিসার এস আই কামরুল ইসলাম।

নিহতরা হলেন ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।

পুলিশ জানায়, ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহতদের তিন জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ছিল যাত্রীসহ একটি অটোরিকশা। অটোরিকশাটিকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ছালেহা আক্তার টুকটুকি নিহত হন। গুরুতর আহতদের তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম জানান, কাভার্ডভ্যান ও ট্রাকচাপায় পড়ে একটি অটোরিকশার নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে।

এ বিষয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, সড়ক দুর্ঘটনায় চারজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফাহাদ বলেন, রাত ১১টার দিকে দুজন এবং ১২টার দিকে আরো দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং এবং একজন নারী। তাদের মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়