সখীপুরে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত খলিলুর রহমান ও তারিকুল ইসলাম
টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আদনান ও ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান।
এর আগে একই মামলায় দুই শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ছাত্রদের মিছিলে হামলার ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি