যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ছবি: নিউজবাংলাদেশ
যশোরের মনিরামপুরে জহিরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত জহিরুল ইসলাম মনিরামপুর উপজেলার গোবিন্দপুর খানপুর গ্রামের খোরশেদ সানার ছেলে।
খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়দের ধারণা, সোমবার (১০ই ডিসেম্বর) রাতের কোন এক সময়ে জেলার মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা দূর্বাডাঙ্গা-কোনাকোলা রাস্তার পাশে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তার মুখে, বুকে ও কাঁধে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
মৃত্যু দেহের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে তার দোকানের কিছু পাইপ ও পড়ে থাকতে দেখা গেছে।
নিহতের ভাই আরিফুল ইসলাম জানায়, প্রতিদিনের ন্যায় তার ভাই সোমবার সকালে মোটরসাইকেল যোগে মনিরামপুরের কোনাকোলা বাজারে নিজ পাইপের দোকানে যায়। এরপর গতকাল রাতে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে জানতে পারেন দূর্বাডাঙ্গা ইউনিয়নের বাটবিলা দূর্বাডাঙ্গা-কোনাকোলা রাস্তার পাশে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
গতকাল রাতে বাড়িতে ফেরার সময় দুর্বৃত্তরা তাকে নির্জন স্থানে তার মোটরসাইকেল রোধ করে তাকে নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে পালিয়েছে বলে ধারণা করছেন তিনি।
বিষয়টি নিয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ আমিনূর মোহাম্মদ গাজীর মুঠোফোনে কয়েক দফা চেষ্টা করেও পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এনডি