News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৮, ১০ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে মাটি খুঁড়ে অস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজারে মাটি খুঁড়ে অস্ত্র ও গুলি উদ্ধার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে দেশীয় তৈরি বেশ কিছু বন্দুক ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

সোমবার (৯ ডিসেম্বর) মধ্যরাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় অভিযান চালানো হয়। 

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. কামরুজ্জামান বলেন, সোমবার মধ্যরাতে রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা মাটির নিচে দেশীয় তৈরি বেশ কিছু অস্ত্র মজুদের খবর পেয়ে অভিযান চালায় র‌্যাবের একটি দল। 

তবে অভিযানকালে ঘটনাস্থলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, তল্লাশির একপর্যায়ে মাটি চাপা দেওয়া একটি সন্দেহজনক জায়গা চিহ্নিত করে। পরে ঘটনাস্থলের মাটি সরিয়ে প্লাস্টিকের তৈরি একটি ড্রাম পাওয়া যায়। ড্রামের ঢাকনা খুলে উদ্ধার করা হয় দেশীয় তৈরি পাঁচটি বন্দুক, ১১টি গুলি, ২৪টি গুলির খোসা এবং তিনটি অস্ত্রের যন্ত্রাংশ। 

তিনি আরও বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো কারা, কীভাবে সংগ্রহ করেছে এবং কী উদ্দেশ্যে মজুদ রেখেছে তা জানার জন্য র‌্যাবের তদন্ত অব্যাহত রয়েছে। 

উদ্ধার করা অস্ত্রগুলো রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়