শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ
সচিবালয় ভবনের নকশা তৈরি সম্পন্ন
ঢাকা: বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ প্রক্রিয়াধীন। ইতিমধ্যে নকশা তৈরির কাজ শেষ হয়েছে। এখন অর্থ প্রাপ্তি সাপেক্ষে নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্র বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর করা হলে সেখানের সকল বিল্ডিংয়ে এসি থাকবে না। গ্রিন সিস্টেমে এসব ভবন করা হবে। পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখা হবে। গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রাখা হবে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফএ
নিউজবাংলাদেশ.কম