নরসিংদীতে আ. লীগ-যুবলীগ সংঘর্ষ: ২ জনকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতার সমর্থকদের মধ্যে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার মেথিকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউনিয়ন পরিষদ সদস্য মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রুবেলের চাচা মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। পরে হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ঘটনার পর উভয়পক্ষের মধ্যে চান্দেরকান্দির মেথিকান্দায় সংঘর্ষ হয়। সেখানে সাবেক ইউপি সদস্য কল্পনা বেগম নিহত হন।
এ প্রসঙ্গে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার গণমাধ্যমকে বলেন, শনিবার সকালে রায়পুরার রুবেল গ্রুপ ও বাসেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, 'আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।
ওসি আব্দুল জব্বার বলেন, আমরা সেনাবাহিনীর জন্য অপেক্ষা করছি। আমাদের ফোর্স সীমিত, এই সীমিত ফোর্স দিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেনাবাহিনীর সহায়তায় আমরা ঘটনাস্থলে যাব।