ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা ১২.৩ ডিগ্রি
ছবি: সংগৃহীত
শীতের রাজধানী খ্যাত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায়।
তিনি জানান, গত ৩০ নভেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ১ ডিসেম্বর সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রি, ২ ডিসেম্বর সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি, ৩ ডিসেম্বর সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ৪ ডিসেম্বর সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ৫ ডিসেম্বর সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, ঘন কুয়াশা থাকার কারণে জেলার ব্যস্ততম সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায় বিভিন্ন যানবাহনকে। উঁকি দেয়নি সূর্য। সকাল সকাল শীতের অনুভূতি একটু বেশি থাকলেও বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে ঠান্ডার পরিমাণ কিছুটা কমতে শুরু করে।
নিউজবাংলাদেশ.কম/এসবি