টেকনাফে ৬০ হাজার ইয়াবা উদ্ধার
ছবি: কক্সবাজার সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বস্তা ভর্তি ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে টেকনাফ সদরের ৯ নং ওয়ার্ড চালিয়াতলী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন এ সব ইয়াবা উদ্ধার করা হয়।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা সুয়াইব বিকাশ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৪ ডিসেম্বর সকালে টেকনাফ থানাধীন চালিয়াতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি বস্তায় ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনডি