News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৯, ৪ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:১৬, ৪ ডিসেম্বর ২০২৪

হিলিতে কমল পেঁয়াজ ও আলুর দাম

হিলিতে কমল পেঁয়াজ ও আলুর দাম

ছবি: সংগৃহীত

সরবরাহ বৃদ্ধি পেয়ে তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলির খুচরা বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু এবং পেঁয়াজের দাম। ভারতীয় আলু কেজি প্রতি ৫ টাকা কমে ৬০ টাকা এবং দেশি আলু ৫ টাকা কমে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে, ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। 

খুচরা বিক্রেতারা জানান, সরবরাহ বৃদ্ধি এবং ক্রেতা কম থাকায় কমতে শুরু করেছে আলু ও পেঁয়াজের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি কাস্টমসের তথ্যমতে, হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ১৩ ট্রাকে ৩৭৫ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়