News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৮, ১৫ মার্চ ২০১৫
আপডেট: ১০:২৪, ১৮ জানুয়ারি ২০২০

বিজেপি নেতার দাবি

শেখ হাসিনা ক্ষমতায় বলেই সংখ্যালঘুরা সুখে আছে

শেখ হাসিনা ক্ষমতায় বলেই সংখ্যালঘুরা সুখে আছে

খুলনা: ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক তথাগত রায় বলেছেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই সংখ্যালঘুরা খুব সুখেই আছে।’

শনিবার রাতে ডুমুরিয়া বান্দা কলেজিয়েট স্কুল ও কেন্দ্রীয় পূজা মন্দির প্রাঙ্গণে আয়োজিত ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথাগত রায় বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের যেমন সহযোগিতা ও ভূমিকা ছিল, ভবিষ্যতেও বাংলাদেশের যে কোনো বিপদ আপদে ভারতের একই ভূমিকা থাকবে।’

স্বাধীনতা উত্তর কলকাতার এক জনসভার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতীয় প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর জনসভা কলকাতার ইতিহাসে সবচেয়ে বড় জনসভা হিসেবে আজও স্মরণীয় হয়ে আছে।’

তিনি বলেন, ‘আমি ডুমুরিয়ার তথা খুলনা অঞ্চলের সাধারণ মানুষের আতিথেয়তায় মুগ্ধ আবেগ আপ্লুত। আমি কৃতজ্ঞ ও ধন্য এদেশের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি আমাকে এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আগামীতে আমন্ত্রণ জানালে আমি আবার আসব।’

যজ্ঞানুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বিধান চন্দ্র ঢালীর সভাপতিত্বে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপংকর বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামসুদ্দৌজা, সহকারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান, অফিসার ইনচার্জ এম মশিউর রহমান, বান্দা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সৌমেন মণ্ডল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন কুমার মিত্র, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুণ্ডু, সুকুমার বিশ্বাস ও বিমান বিহারী রায়।

বক্তব্য দেন শশাঙ্ক বিশ্বাস, কালিদাশ বিশ্বাস, ডা. হিমাংশু বিশ্বাস, অমিত বিশ্বাস, গোপাল চন্দ্র দে, শিলা রানী মণ্ডল, শোভা রানী হালদার প্রমুখ।

বিজেপি নেতা তথাগত রায় রোববার কেশবপুর উপজেলায় মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত বাড়ি পরিদর্শন শেষে দেশে ফিরে যাবেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়