News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৭, ৬ নভেম্বর ২০২৪

বন বিভাগের দায়িত্ব প্রাকৃতিক বনকে রক্ষা করা: রিজওয়ানা হাসান

বন বিভাগের দায়িত্ব প্রাকৃতিক বনকে রক্ষা করা: রিজওয়ানা হাসান

টাঙ্গাইলের ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে কথা বলেন রিজওয়ানা হাসান।

প্রাকৃতিক বনকে রক্ষা করা বন বিভাগের প্রাথমিক দায়িত্ব বলে জানিয়েছেন  পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

বুধবার সকালে টাঙ্গাইলের ব্যুরো বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারের এ উপদেষ্টা।

রিজওয়ানা বলেন, “ঢাকার বুড়িগঙ্গা নদী উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার আস্তরের পলিথিন পড়ে আছে। এ কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব না। তাই আমাদের সবার উচিত পলিথিন ব্যবহার বন্ধ করা।”

প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন হবে না বলেও মন্তব্য করেছেন রিজওয়ানা। বলেন, “প্রাকৃতিক বনে কিসের সামাজিক বনায়ন, প্রাকৃতিক বনে বন থাকবে।”

“বন বিভাগের প্রাথমিক দায়িত্ব হচ্ছে, প্রাকৃতিক বনকে রক্ষা করা। প্রাকৃতিক বনায়নে আর কোনো সামাজিক বনায়ন হবে না।”

বিদ্যুৎ অপচয় রোধ প্রসঙ্গে তিনি বলেন, “বিদ্যুৎ কোথা থেকে উৎপাদন হয়, কিভাবে হয় তা জানতে হবে। আমরা কেনো দিনে বিদ্যুৎ অপচয় করবো। প্রাকৃতিক আলো থাকার পরেও কেন দিনের বেলায় লাইট জ্বালিয়ে প্রোগ্রাম করব?।”

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক শহীদুল হক, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশীদ ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন সম্মেলনে বক্তব্য দেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়