News Bangladesh

চট্টগ্রাম সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৭, ২৭ মে ২০২১

হালদায় মাছের ডিম সংগ্রহ শুরু

হালদায় মাছের ডিম সংগ্রহ শুরু

দক্ষিণ এশিয়ার একমাত্র কার্প-জাতীয় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় পুরোদমে ডিম দিতে শুরু করেছে মা মাছ।

বুধবার থেকে ডিম সংগ্রহকারীরা ওঙ্করিঘোনা থেকে সাত্তারঘাট পর্যন্ত নদীর বিভিন্ন প্রান্তে ডিম সংগ্রহের জন্য নদীতে নেমেছেন।

হাটহাজারী উপজেলার রামদাসমুন্সির হাটের ডিম সংগ্রহকারী মো. ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাতে মা মাছের থেকে নমুনা ডিম সংগ্রহের পর যেমন প্রত্যাশা করেছিলেন তেমনই ডিম পাচ্ছেন।

তিনি বলেন, “আমরা যে পরিমাণ ডিম পাচ্ছি তা সত্যিই উৎসাহজনক।”

হালদা থেকে গত বছর সর্বোচ্চ পরিমাণ ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ করা হয়।

প্রখ্যাত হালদা গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, “বুধবার রাত থেকে মা মাছ ডিম দেয়ার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়