বেনাপোলে পাজেরোর চাপায় গার্ডের মৃত্যু
যশোরের বেনাপোলে মদ্যপান করে বেপরোয়াভাবে বিলাসবহুল পাজেরো গাড়ি চালিয়ে যাওয়ার সময়ে গাড়ির চাপায় ফজলুল সর্দার (৫৬) নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে।
শুক্রবার ঈদের দিন রাত ১১টার দিকে বেনাপোল বিজিবি ক্যাম্পের পূর্বপাশে রহমান চেম্বারের সামনে এ ঘটনা ঘটে।
ঘাতক গাড়ির মালিক সাইদুর রহমান বকুলকে পুলিশ হেফাজতে নিয়েছ। তিনি বেনাপোলের বীর মুক্তিযুদ্ধা হাজী মশিউর রহমানের ভাইপো ও বেনাপোল রহমান চেম্বারের স্বত্বাধিকারী সেতু শাহিদা রহমানের স্বামী।
নিহত ফজলু সর্দার বেনাপোল ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের শেখারীপোতা গ্রামের মৃত আ. মুজিদ সর্দারের ছেলে। তিনি বেনাপোল স্থলবন্দরে একজন সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ঈদের দিন রাত ১১টায় ফজলুল সর্দার বাইসাইকেলযোগে নিজ বাড়ি থেকে বেনাপোল বন্দরে ডিউটিতে যাচ্ছিলেন। যশোর-বেনাপোল মহাসড়কের রহমান চেম্বারের সামনে আসলে মদ্যপ অবস্থায় সাইদুর রহমান বকুল তার ঢাকা মেট্রো-ঘ-১১-৯৮৬২ নম্বরের বিলাসবহুল পাজেরো গাড়ি দিয়ে ফজলুর বাইসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক ফজলুর মৃত্যু হয়।
বিশেষ সূত্রগুলো জানায়, বেনাপোলে সম্প্রতি সময়ে গড়ে ওঠা সেতু সেন্টারে আবাসিকে জুয়া ও মদ্যপানের আসর বসে। প্রতিদিন এখানে বিশেষ কিছু লোকজন যাতায়াত করে থাকেন। শুক্রবারও মদ্যপান শেষে সেখান থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
সূত্রটি আরো জানান, সেতু সেন্টারের অনৈতিক কার্যকলাপ বন্ধ না হলে, এ ধরনের দুর্ঘটনা আরো বাড়বে।
বেনাপোল পোর্ট থানার কর্তব্যরত অফিসার রোকনুজ্জামান বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক সাইদুর রহমান বকুলকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার বিলাসবহুল বাড়িটিও থানার সামনে নিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এফএ