News Bangladesh

খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪১, ১৪ মে ২০২১

খুলনায় ৫ দফা দাবিতে বাস শ্রমিকদের অবস্হান কর্মসূচী

খুলনায় ৫ দফা দাবিতে বাস শ্রমিকদের অবস্হান কর্মসূচী

খুলনায় স্বাস্হ্যবিধি মেনে দুরপাল্লার বাস চালানোর অনুমতি সহ পাঁচ দফা দা‌বি আদায়ে অবস্হান কর্মসূচী পালন করেছেন বাস শ্রমিকরা।
খুলনার কেন্দ্রীয় বাস টার্মিনাল সোনাডাঙ্গায় শুক্রবার বেলা ১১ টা থেকে ঘটাব্যাপী এই কর্মসূচী পালিত হয়েছে। খুলনার মোটর শ্রমিক ইউনিয়ন কর্মসূচী আয়োজন করে।
এই পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে সরকারর পক্ষ থেকে শ্রমিকদের মানবিক সহায়তা প্রদান, বাসর চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি মওকুফ, সহজ শ‌র্তে ঋণ প্রদান ও কর্মহীন বাস শ্রমিকদের বাড়ী ভাড়া মওকুফ।
এসময়ে বক্তারা বলেন , কর্মহীন বাস শ্রমিকদের সরকারের মানবিক সহায়তা পাওয়ার দাবী থাকলেও কর্মরত শ্রমিকরা সেই সহায়তা পাচ্ছেনা। সে কারনে বাসের শ্রমিকরা মানবেতার জীবন যাপন করছেন পরিবারের সদস্যদর নিয়ে। সে কারনে স্বাস্হ্যবিধি মেনেই দুরপাল্লার বাস চালাতে চান এই সকল কর্মহীন শ্রমিকরা।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়