News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫৮, ১৩ মে ২০২১

ঈদের সকালে বৃষ্টির আভাস

ঈদের সকালে বৃষ্টির আভাস

শুক্রবার ঈদের সকালে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকাসহ হালকা বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
বৃহস্পতিবার ৩০ রমজান পূর্ণ হওয়ায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
রমজান মাসজুড়ে সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করে মুসলমানরা।
মহামারীর দ্বিতীয় ঢেউয়ে কঠোর বিধিনিষেধের কারণে এবারও ঈদের জামাত ঈদ গাহ বা খোলা জায়গার বদলে মসজিদে পড়তে হবে।
মসজিদে নামাজ আদায়কালেও করোনাভাইরাসের বিস্তার রোধে গতবছরের মত এবারও মানতে হবে স্বাস্থ্যবিধি, করা যাবে না কোলাকুলি।
ধর্ম মন্ত্রণালয় এবারও একই রকম নির্দেশনা দিয়েছে।
নির্দেশনা মেনে সবাইকে বাসা থেকে ওজু করে মসজিদে যেতে হবে মাস্ক পরে। কাতারে দাঁড়াতে হবে দূরত্ব রেখে। ভাইরাসটি অতি সংক্রামক বলে এ ব্যবস্থা।
মসজিদে জামাত হবে বলে বৃষ্টি বাগড়ায় খুব বেশি অসুবিধা না হলেও হঠাৎ ভিজতে সকালে ভিজতে হতে পারে অনেককেই।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, “ঈদের দিন সকাল থেকে দুপুরের মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টি বা এক পশলা বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টির শঙ্কা নেই; থেমে থেমে বৃষ্টি থাকতে পারে।
সকালের দিকে রাজধানী, রংপুর ও সিলেট বিভাগে বৃষ্টির আভাস। অন্যত্র বিকালে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।”
গত ২৪ ঘণ্টায় ময়মনসিং, কক্সবাজার, টেকনাফ, সিলেট, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছী, তাড়াশ, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, তেঁতুলিয়ায়, ডিমলা, রাজারহাট, সাতক্ষীরা ও কুমারখালীতে হালকা বৃষ্টি হয়েছে। তেঁতুলিয়ায় ২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
আবহাওয়াবিদরা জানান, বৈশাখের শেষে ও জ্যৈষ্ঠ মাসের শুরুতে যে বৃষ্টি হয়, তাতে কালবৈশাখীরও দাপট থাকে বলে তেমন প্রস্তুতি রাখা উচিৎ।
১৪-১৫ মে পর্যন্ত বৃষ্টির প্রবণতা থাকবে। ১৬ মের পর বৃষ্টির প্রবণতাও কমবে; তাপমাত্রাও সামান্য বাড়তে থাকবে। 
মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও জানানো হয়, এ মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্রসহ বৃষ্টি ও কালবৈশাখী ঝড় এবং অন্যত্র ৫-৭ দিন শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে।
মে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।
তবে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কিছু স্থানে ভারি বৃষ্টিপাতের কারণে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির আভাসও রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়