যশোরে কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত নারীর মৃত্যু
যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আম্বিয়া খাতুন (৩৩) নামে ভারতফেরত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ মে) রাত ১০টার দিকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কিডনি, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
আম্বিয়া খাতুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আওয়ালের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুইজনই যশোর শহরের হাসান ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।
স্বাস্থ্য বিভাগ ও হাসান ইন্টারন্যাশনাল হোটেল সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরেন ওই দম্পতি। গত ৭ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হাসান ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, আম্বিয়া খাতুন কিডনি ফেইলর, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগী ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত যশোর বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
নিউজবাংলাদেশ.কম/ডি