News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২২, ১২ মে ২০২১

নরসিংদী ও ভূঞাপুর সড়কে নিহত ৫

নরসিংদী ও ভূঞাপুর সড়কে নিহত ৫

নরসিংদী ও ভূঞাপুরে পৃথক ঘটনায় চিকিৎসক দম্পতিসহ ৫ জন নিহত হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনাগুলো ঘটে। পৃথক এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৭ জন।
নরসিংদী: জেলার শিবপুরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সৃষ্টিগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালের ডা. জহিরুল হক সুমন (৩৭), তার স্ত্রী ডা. তুহিন (৩২) ও মাইক্রোবাস চালক (নাম জানা যায়নি)। ডা. সুমন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে কর্মরত ছিলেন। আর তার স্ত্রী ডা. তুহিন বারডেম হাসপাতালে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরব থেকে নরসিংদীগামী একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ তিনজনের মৃত্যু হয়। বাস ও মাইক্রোবাসের সামনের ডান দিকটা দুমড়েমুচড়ে যায়। এসময় আহত হয় পাঁচজন। পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওভারটেকিংয়ে সময় দুর্ঘটনাটি ঘটে। বাসের ড্রাইভার-হেলপার কাউকেই আটক করতে পারিনি। নিহতদের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
টাঙ্গাইল: জেলার ভূঞাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় গার্মেন্টসকর্মীসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
নিহতরা হলেন, উপজেলার গোবিন্দাসী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জয় (১৫) ও গোপালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মহসীন উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৬)।
বুধবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় মোটরসাইকেল আরোহী জয় এবং উপজেলার ফলদা ইউনিয়নের সানক বয়ড়া এলাকায় গার্মেন্টসকর্মী রুবেল নিহত হয়।
স্থানীয়রা জানান, নিহত জয় ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতুর দিকে যাওয়ার সময় উপজেলার কষ্টাপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী করতোয়া পরিবহনের বাসটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জয় নিহত হয়। এসময় আহত হয় তার সাথে থাকা দুই বন্ধু।
এছাড়া একই উপজেলার ফলদা ইউনিয়নের সানক বয়ড়া বাজারে সড়কের পাশে দাঁড়ানো গার্মেন্টস কর্মী রুবেলের উপর মাটি পরিবহন করা একটি হাইড্রোলিক ট্রাক উঠে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল জানান, পৃথক দুইটি ঘটনায় দুইজন নিহত হয়েছে। এছাড়া সানববয়ড়া এলাকায় দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়