বেনাপোল সীমান্তে ৫টি পিস্তল গুলি ও ম্যাগাজিন জব্দ
ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে পাঁচটি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসব আগ্নেয়াস্ত্র পাচারের দায়ে বিজিবি কাউকে আটক করতে সক্ষম হয়নি।
মঙ্গলবার ভোর ৪টার দিকে সীমান্তবর্তী খোলসি অভয়বাশ গ্রাম থেকে এসব অস্ত্র-গুলি জব্দ করা হয়।
খুলনা ২১ বিজিবির অধিভুক্ত পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে অভয়বাশ নামক স্থানে অপেক্ষা করছে- এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র চালানটি জব্দ করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র চালানটি বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ