News Bangladesh

সাভার (ঢাকা) সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০১, ৯ মে ২০২১

সাভারে গার্মেন্টসের লিফট ছিড়ে অপারেটরের মৃত্যু

সাভারে গার্মেন্টসের লিফট ছিড়ে অপারেটরের মৃত্যু

সাভারে একটি তৈরি পোশাক কারখানার নয় তলা ভবনের লিফট ছিড়ে জহিরুল ইসলাম মিশু নামে এক লিফট অপারেটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৭টার দিকে রাজাশন-বিরুলিয়া রোডে আজিম গ্রুপের জিকে সোয়েটার কারখানার তৃতীয় তলা থেকে লিফট ছিড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লিফট অপারেটর জহিরুল ইসলাম মিশু স্ত্রী-সন্তান নিয়ে সাভারের মাশরুম উন্নয়ন কেন্দ্রের কোয়াটারে থাকতেন।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান নিউজবাংলাদেশকে বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে আজিম গ্রুপের গ্লোবাল ফ্যাশন লিমিটেড কারখানার বহুতল ভবনের এক নম্বর লিফটে আটকা পড়েন লিফট অপারেটর জহিরুল ইসলাম। পরে কারখানার লোকজন লিফট খুলে অপারেটর জহিরুল ইসলামকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।”

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, “সকালে আজিম গ্রুপ থেকে জহিরুল ইসলাম নামে একজন শ্রমিককে নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তবে জরুরি বিভাগে আনার আগেই ওই ব্যক্তি মারা গিয়েছিলেন।”

আজিম গ্রুপের মানবসম্পদ ও এডমিন বিভাগের ব্যবস্থাপক সিরাজ মিয়া বলেন, “আমি শুনেছি লিফট ছিড়ে গেছে। তবে কেউ মারা গেছে কিনা জানি না। আমি রাস্তায় আছি কারখানায় যাচ্ছি।”

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন নিউজবাংলাদেশকে বলেন, “একটি কারখানার লিফট ছিড়ে একজন মারা গেছেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। মরদেহটি এখনো এনাম মেডিকেল হাসপাতালেই রয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়