News Bangladesh

নোয়াখালী সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৬, ৬ মে ২০২১

সোনাইমুড়িতে গাঁজা সেবনে বাধা দেয়ায় যুবক খুন

সোনাইমুড়িতে গাঁজা সেবনে বাধা দেয়ায় যুবক খুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাতঘড়িয়া গ্রামে গাঁজা সেবনে বাধা দেয়ায় মো. মাহফুজুর রহমান (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে একদল মাদকসেবী। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সোনাইমুড়ি উপজেলার ১০ নং আমিশা পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের লদের বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

নিহত মো. মাহফুজুর রহমান ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের লদের বাড়ির শহীদুল ইসলামের ছেলে।  

স্থানীয়রা জানান, এলাকার চিহ্নিত মাদকসেবী ইশতিয়াক তার সাঙ্গপাঙ্গদের নিয়ে নিজ বাড়ির বাগানে ও বাড়ি সংলগ্ন সড়কে মাদকের আসর বসায়। এ নিয়ে একাধিকবার তার সাথে একই বাড়ির মাহফুজের কথা কাটাকাটি হয়। 

বুধবার রাত সাড়ে ৮টায় মাহফুজ বাজার থেকে বাড়ি ফেরার পথে দেখতে পান তাদের বাড়ির আনোয়ার হোসেনের ছেলে মো. ইশতিয়াক (২০), সাতঘরিয়া গ্রামের আল আমিন (১৭), নাওড়ি গ্রামের আরমান (১৭), মানিক্যনগর গ্রামের নাঈম (২২) বাড়ির সামনে গাঁজা সেবন করছে। এ সময় মাহফুজ তাদের গাঁজা সেবনে বাধা দেন। এ নিয়ে মাহফুজের সাথে গাঁজা সেবনকারী ইশতিয়াক ও তার সহযোগীদের বাকবিতণ্ডা হয়। এসময় ইশতিয়াক ক্ষিপ্ত হয়ে মাহফুজের মুখের দিকে গাঁজা সেবন করে ধোঁয়া ছুড়ে দেয়। মাহফুজ এ ঘটনার প্রতিবাদ করলে ইশতিয়াক মাহফুজের বুকে, তলপেটে, হাতে, পায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। 
এসময় মাহফুজের আর্তচিৎকারে বাড়ির লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত ১০টায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

খবর পেয়ে চাটখিল থানা পুলিশ রাত ১২টার দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, “এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়