News Bangladesh

বাগেরহাট সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৯, ৩০ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:০০, ৩০ এপ্রিল ২০২১

বাগেরহাটে বিষক্রিয়ায় প্রাণ গেল ২ শতাধিক ঘুঘু-কবুতরের

বাগেরহাটে বিষক্রিয়ায় প্রাণ গেল ২ শতাধিক ঘুঘু-কবুতরের

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের ছিটানো বিষাক্ত খাবার খেয়ে ২০০ ঘুঘু ও ২৮টি কবুতর প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের উত্তর সরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছেন, তা এখনও জানা যায়নি।

এ সময় ঘুঘু শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খেয়ে স্থানীয় নাছির উদ্দীনের ২৮টি কবুতর মারা যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নাছির উদ্দীন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বন্যপাখি ঘুঘু শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খেয়ে কবুতরও মারা যায় বলে অভিযোগ করে নাছির উদ্দিন বলেন, এই ঘটনায় আমার অন্তত ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মোড়েলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বিষাক্ত খাবার দিয়ে কবুতর ও ঘুঘু পাখির মৃত্যু বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়