বসুন্ধরা আবাসিক থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ওই নারী বিষণ্ণতায় ভুগছিলেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উম্মুল ফিদা (৩০) নামে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় তার বাড়ি থেকে।
এ প্রসঙ্গে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ওই নারীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। তার পরিবারের সদস্যরা তাকে এ অবস্থা থেকে উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর পরিবার থেকে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ তাদের জিম্মায় নেয়।
ওসি আরও বলেন, শুনেছি এক বছর আগে ওই মহিলার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি তার মা এবং ভাবির কাছে থাকেন। কয়েক দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং বিষণ্ণতায় ভুগছিলেন।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/ডি