টঙ্গীতে মাদক মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে
মাদক মামলায় গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের দুদিনের রিমান্ড মঞ্জুর করছেন গাজীপুর মহানগর আদালত।
রেজাউল করিম (৩২) টঙ্গীর নোয়াগাঁও হিমারদীঘি এলাকার হোসেন আলীর ছেলে।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার (এসি) সুভাশীষ ধর বলেন, “তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মাদক মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। আজ ওই মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন জানানো হয়। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, পুলিশের দায়ের করা মাদক মামলায় বুধবার ভোররাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রেজাউলকে।
তিনি আরও জানান, সকালে তাকে আদালতে পাঠানো হয়।
সাজ্জাদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলেও অভিযোগ রয়েছে রেজাউলের নামে। ওই ব্যবসায়ীর স্ত্রী শিল্পী আক্তার এ ঘটনায় বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় সম্প্রতি একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটির তদন্ত চলছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ