News Bangladesh

কুমিল্লা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪২, ২৫ এপ্রিল ২০২১

কুমিল্লায় বিদেশী নাগরিকসহ জাল ডলার তৈরির ৫ সদস্য গ্রেফতার

কুমিল্লায় বিদেশী নাগরিকসহ জাল ডলার তৈরির ৫ সদস্য গ্রেফতার

জেলার চৌদ্দগ্রাম উপজেলার গাসিগ্রাম থেকে জাল ডলার তৈরির অভিযোগে প্রতারক চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এদের মধ্যে একজন বিদেশী নাগরিক রয়েছেন।
র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, চৌদ্দগ্রামের গাসিগ্রাম এলাকায় রোবাবার সকাল ১০টায় অভিযান চালিয়ে জাল ডলার তৈরির সরঞ্জামসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন বিদেশী নাগরিক রয়েছে। তার নাম জোসেফ (৪১)। তিনি গিনি দেশের নাগরিক বলে জানা গেছে। এছাড়া বাকি চারজন হলেন-গাসিগ্রাম এলাকার বাসিন্দা ওদুদ সরকার (৪০), বেলায়েত হোসেন (২৮), বাউল আলামিন দেওয়ান (২৮) ও আলী আশরাফ মিয়া (৩৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে জাল ডলার তৈরি করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। প্রতারকদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামালা দয়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়