News Bangladesh

যশোর সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৮, ২৩ এপ্রিল ২০২১

যশোরে ১১ ব্যবসায়ীকে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের জরিমানা

যশোরে ১১ ব্যবসায়ীকে র‌্যাবের ভ্রাম্যমান আদালতের জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় যশোরে ১১ ব্যবসায়ীকে ১৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেছে যশোর র‌্যাবের ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকাল ৩টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শহরের হাটখোলায়, শহরতলীর চুড়ামনকাটি বাজার, চাচড়া বাজার ও বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীদেরকে জরিমানা করা হয়।
যশোর র‌্যাব-৬ এর দপ্তর থেকে বিকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
যশোর র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার হুমাইন বলেন, লকডাউনের মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ থাকলেও এসব ব্যবসায়ীরা সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। একপর্যায়ে যশোর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান ও হাফিজুল হককে সঙ্গে নিয়ে যশোর হাটখোলা, বেজপাড়া, চাচড়া বাজার, চুড়ামনকাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ ব্যবসায়ীকে ১৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/টিআইএম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়