News Bangladesh

কুমিল্লা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫১, ২০ এপ্রিল ২০২১

কুমিল্লায় সিসিডিএ-এসইপি প্রকল্পের মাস্ক বিতরণ

কুমিল্লায় সিসিডিএ-এসইপি প্রকল্পের মাস্ক বিতরণ

কুমিল্লা জেলার দাউদকান্দিতে চলমান করোনা মহামারিতে জনসচেতনতা বাড়াতে ও সুরক্ষার জন্য মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় দাউদকান্দি উপজেলার ইলিয়টগন্জ দক্ষিণ ইউনিয়নের পুটিয়া বাসস্ট্যান্ড এলাকায় সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্পের (এসইপি) পক্ষ থেকে এই সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন কুমিল্লার সমাজ সংগঠক ও রাষ্ট্রীয় পুরষ্কার প্রাপ্ত পরিবেশ সংগঠক অধ্যাপক মতিন সৈকত, এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম, পরিবেশ কর্মকর্তা মোঃ হাসিব ইকবাল কানন, ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ নূরুন্নবী রাসেল, টেকনিক্যাল অফিসার (ফিশারিজ) কৃষিবিদ মোঃ লেমন মিয়া প্রমুখ।
সিসিডিএ-এসইপি প্রকল্প ব্যবস্থাপক মাসুদ আলম জানান, করোনা মহামারিতে যখন পুরো বিশ্ব বিপর্যস্ত তখন স্থানীয় মানুষ, আমাদের সদস্যবৃন্দকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করতে ও করোনায় সকলে মিলে নিরাপদে থাকতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূলত আমরা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার বিষয়ে নিরুৎসাহিত করছি এবং মাস্ক প্রদানের মাধ্যমে তা পরার অভ্যাস গড়ে তোলার ক্ষুদ্র চেষ্টা করছি যা অব্যাহত থাকবে। কার্যক্রমের বিষয়ে অধ্যাপক মতিন সৈকত বলেন-“বরাবরই সিসিডিএ মানুষের পাশে থেকেছে, এই মহামারীতে সিসিডিএ-র এসইপি প্রকল্প যে কাজটি করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। এভাবে ভালো অভ্যাসগুলো আমাদের বারংবার চর্চার মাধ্যমে সুস্থ্য ও সচেতন থাকতে পারবো সবাই। মনে রাখবেন আমরা একা হলে হারি আর এক হলে জিতি। এই করোনা মহামারীতে এমন উদ্যোগ সত্যিই মনে আনন্দ দেয় ধন্যবাদ সিসিডিএর এসইপি প্রকল্প আশা করি তারা ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে।”
উল্লেখ্য, বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্যচাষীদের পরিবেশসম্মত মাছচাষে দক্ষতা উন্নয়নে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) বাস্তবায়ন করছে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট। যার কারিগরি ও আর্থিক সহযোগিতা প্রদান করছে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)।

নিউজবাংলাদেশ.কম/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়