ঈশ্বরদীতে কলার ট্রাক উল্টে ৩ ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু
ঈশ্বরদীতে কলার ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
রোববার (১৮ এপ্রিল) গভীর রাতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামে কলাবোঝাই ট্রাক উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
হতাহতরা সবাই ঈশ্বরদী থেকে কলা কিনে ঢাকায় পাইকারি দোকানে বিক্রি করতেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে লক্ষ্মীকুন্ডার হুদিপাড়া থেকে কলাবোঝাই করে একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা হয়। আলহাজ্ব মোড় এলাকায় হঠাৎ করেই ট্রাকটি উল্টে গেলে ট্রাকে থাকা শ্রমিক ও ব্যাপারীরা চাপা পড়েন।
এতে ঘটনাস্থলেই ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জব্বার প্রামানিক, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী নামের তিনজন মারা যান। এ সময় কমপক্ষে ৮ জন গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ডি